সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ন

আফগানিস্তানে ভয়াবহ তুষারপাত ও তীব্র শীতে অন্তত ১২৪ জনের মৃত্যু

মাহমুদা ইয়াসমিন
  • আপডেট টাইম: বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২০ বার পাঠিত
আফগানিস্তানে ভয়াবহ তুষারপাত ও তীব্র শীতে অন্তত ১২৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ তুষারপাত ও তীব্র শীতে বিপর্যস্ত আফগানিস্তানে গত ১৫ দিনে অন্তত ১২৪ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ জানুয়ারি) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এক দশকের সবচেয়ে বেশি শীতে ৭০ হাজার গবাদিপশুও মারা গেছে।

এদিকে, তালেবান প্রশাসন আফগান নারীদের বেসরকারি সংস্থায় কাজ নিষিদ্ধ করার পর সম্প্রতি অনেক সহায্যকারী সংস্থা দেশটিতে তাদের কার্যক্রম স্থগিত করেছে।

তবে তীব্র শীতে মানুষ মারা গেলেও এই আদেশ পরিবর্তন করা হবে না বলে জানিয়েছেন এক তালেবান মন্ত্রী।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী মোল্লা মোহাম্মদ আব্বাস আখুন্দ বলেছেন, আফগানিস্তানের অনেক এলাকা এখন তুষারের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকাজ পরিচালনার জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছিল, তবে পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টার অবতরণ করতে পারেনি।

আগামী ১০ দিনের আবহাওয়া পূর্বাভাসে দেশটির তাপমাত্রা বাড়বে বলে জানান তিনি। তবে মানুষ ও গবাদিপশুর মৃত্যু বাড়তে থাকায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

আফগানিস্তানে শীতের তীব্রতা প্রচণ্ড। কিন্তু এবারে আবহাওয়া এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ। বেশকিছু এনজিও বন্ধ হয়ে যাওয়ায় এই বছরের ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। গত মাসের তালেবান সরকারের নির্দেশে আফগান নারীদের সাহায্য সংস্থায় কাজ করা থেকে বিরত রাখা হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে অনেক এনজিও।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102