ইরাকের বিমানবন্দরের নিকটবর্তী মার্কিন ঘাটি লক্ষ্য করে চালানো রকেট হামলায় নিহত ১

ইরাকের বিমানবন্দরের নিকটবর্তী মার্কিন ঘাটি লক্ষ্য করে চালানো রকেট হামলায় নিহত ১

আন্তর্জাতক ডেস্কঃ ইরাকের কুর্দিস্তান এলাকার ইরবিল বিমানবন্দরের নিকটবর্তী মার্কিন ঘাটি লক্ষ্য করে লাগাতার রকেট হামলা চালানোয় ১ জন  নিহত হয়েছেন। এ ঘটনায় মার্কিন সেনাসহ গুরুতর আহত হয়েছে আরো ৬ জন।

গতকাল সোমবার ইরাকের ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটে।

মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, রকেটগুলি কির্কুক প্রদেশের সীমান্তের নিকটবর্তী মূল শহর ইরবিলের দক্ষিণের একটি অঞ্চল থেকে সোমবার গভীর রাতে উৎক্ষেপণ করা হয়েছিল।  আর বিমানবন্দরের নিকটবর্তী কয়েকটি আবাসিক অঞ্চলেও এইসব রকেট আছড়ে পড়েছিল।

কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলটির প্রশাসন বলছে, রাত সাড়ে ৯টা নাগাদ বিমানবন্দর লক্ষ্য করে তিনটি রকেট ছোঁড়া হয়। যাতে, ঘটনাস্থলেই প্রাণ হারান এক কনট্রাকটর। হামলার সময়, বেশ কয়েকদফা বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।

এখনও স্পষ্ট নয়- হামলার মূল টার্গেট কি বিমানবন্দর নাকি নিকটবর্তী মার্কিন সেনাঘাঁটি ছিল। নিরাপত্তা ও তদন্তের স্বার্থে বন্ধ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত ও বন্ধ করা হয়েছে সকল ফ্লাইট চলাচল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার গভীর রাতে জানিয়েছেন,  এই হামলার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষোভ প্রকাশ করেছে।

এ ঘটনায় এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে, আইএস মতাদর্শধারী সশস্ত্র সংগঠনকে এর জন্য দায়ী করছে প্রশাসন।

উল্লেখ্য, গত বছরের মার্চে উত্তর ইরাকের একটি ঘাঁটিতে রকেট হামলায় এক ব্রিটিশ ও দুই আমেরিকান কর্মী নিহত হয়েছিল।

সুত্রঃ ইউএস নিউজ, এপি।  

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *