শনিবার, ১০ জুন ২০২৩, ০৬:১৩ অপরাহ্ন

কন্যা সন্তানের বাবা হলেন মার্ক জাকারবার্গ

মাহমুদা ইয়াসমিন
  • আপডেট টাইম: শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪০ বার পাঠিত
কন্যা সন্তানের বাবা হলেন মার্ক জাকারবার্গ

আন্তর্জাতিক ডেস্কঃ মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ফেসবুবেক সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তৃতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন। মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে তাদের তৃতীয় সন্তান অরেলিয়া চ্যান জাকারবার্গের ভূমিষ্ঠ হওয়ার খবর দিয়েছেন।

ইনস্টাগ্রাম পোস্টে জাকারবার্গ লিখেছেন, ‘অরেলিয়া চ্যান জাকারবার্গ, তোমাকে পৃথিবীতে স্বাগত! তুমি ছোট্ট এক আশীর্বাদ হয়ে এলে।’

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা গেছে, জাকারবার্গ নবজাতক সন্তানের দিকে তাকিয়ে হাসছেন। দ্বিতীয় ছবিতে দেখা গেছে, প্রিসিলা চ্যান নবজাতককে বুকে জড়িয়ে শুয়ে আছেন।

গত বছরের সেপ্টেম্বরে জাকারবার্গ তার স্ত্রীর আবারও অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘অনেক ভালোবাসা। আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে ম্যাক্স ও অগাস্ট আগামী বছর নতুন একটি বোন পেতে যাচ্ছে।

২০১২ সালে জাকারবার্গ ও প্রিসিলার বিয়ে হয়। তাদের সাত ও পাঁচ বছর বয়সী দুটি কন্যাসন্তান আছে। ২০১৫ সালের ডিসেম্বরে জাকারবার্গের প্রথম সন্তান মাক্সিমা চ্যান জাকারবার্গের জন্ম হয়। ২০১৭ সালের আগস্টে জন্ম হয় দ্বিতীয় সন্তানের। তার নাম রাখা হয় আগস্ট।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে জাকারবার্গের পরিচয়। ২০০৩ সালে প্রেমে জড়ান তারা। ২০১২ সালে বিয়ে করেন।

জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান একজন শিশুরোগ বিশেষজ্ঞ এবং সমাজসেবী। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার পর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102