আন্তর্জাতিক (প্রবাসী) ডেস্কঃ কানাডার টরেন্টোর রিজেন্ট পার্ক এলাকায় বন্দুকধারীর গুলিতে ৪ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে আনাই মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে টরেন্টোর পুলিশ। আহতদের দ্রুত হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

আহতরা হলেন- আনাই মিয়া, মুমিন মিয়া, সুলতান মিয়া ও ছত্তার মিয়া।

স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রিজেন্ট পার্ক ব্লুভার্ড এবং ডান্ডাস স্ট্রিট সংলগ্ন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

অসংখ্য গুলির দাগসহ হোন্ডা একর্ড গাড়ি উদ্ধার

টরন্টো পুলিশ জানায়, এলোপাতাড়ি গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে অসংখ্য গুলির দাগসহ হোন্ডা একর্ড গাড়ি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দুজন সন্দেহভাজনকে খুঁজছে তারা। সন্দেহভাজনরা ২০১৪ মডেলের টয়োটা রাভ ফোর গাড়ি ব্যবহার করছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরেন্টো ক্ষোভ ও নিন্দা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ফেসবুকে এক পোষ্টে বলেছেন, ‘গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সহ সভাপতি আনাই মিয়া, মারহাবা গ্রোসারির মুমিন মিয়া, সুলতান মিয়া ও ছত্তার মিয়া এলোপাথাড়ি গুলিতে আহত হয়েছেন। তাদের মধ্যে আনাই মিয়ার অবস্থা আশঙ্কাজনক। বাকি তিন জন শঙ্কামুক্ত।’

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় কানাডায় প্রবাসী বাংলাদেশিরা ক্ষোভ প্রকাশ করেছেন। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা।

সুত্রঃ সিবিসি নিউজ। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *