আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায় বিদেশিদের কাছে বাড়ি বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আবাসন সংকটের মুখে পড়া কানাডার নাগরিকদের অধিকার সুরক্ষায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি থেকে আগামী দুই বছরের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
কানাডার আবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশিরা দুই বছরের জন্য শুধু শহরের বাড়িগুলো কিনতে পারবেন না। তবে গ্রীষ্মকালীন কটেজগুলোর মতো বিনোদনমূলক সম্পত্তি কেনার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
বাংলাদেশসহ অনেক দেশের নাগরিক কানাডায় দ্বিতীয় বসতি গড়ে তুলছেন অনেক বছর ধরেই। এই উদ্যোগে এবার লাগাম টানল ট্রুডোর সরকার।