শনিবার, ১০ জুন ২০২৩, ০৬:১৪ অপরাহ্ন

কুয়েতে ১১তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশী রাহাত

মোঃ মোস্তাফিজুর রহমান
  • আপডেট টাইম: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৮৪ বার পাঠিত
কুয়েতে ১১তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশী রাহাত

জাতীয় ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের আমিরের তত্ত্বাবধানে ১১তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আবু রাহাত। তিনি ৩টি ক্যাটাগরিতে ১১৭টি দেশকে পেছনে ফেলে এ কৃতিত্ব অর্জন করেন। মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।  

স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) সকালে সালওয়ার নিকটবর্তী হোটেল রেজিন্সির হল রুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ৩ ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুয়েতের শিক্ষা ও ইসলামিকবিষয়ক মন্ত্রী আব্দুল আজিজ মাজিদ, বিভিন্ন রাষ্ট্রে বিচারকের দায়িত্বপালনকারী মিশরের ড. ফুয়াদ আব্দুল মাজিদ, মিশরের বিশ্ববিখ্যাত কারী শায়েখ ড. জিবরিল, দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতার উপস্থাপক শায়েখ যায়েদসহ আরো অনেকে।

এর আগে বুধবার (১৩ অক্টোবর) কুয়েতের ধর্মমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। ১৩ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগিতাটি ১৯ অক্টোবর শেষ হয়।

উল্লেখ্য, ১১তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ আবু রাহাত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরীর ছাত্র। তার বাড়ি সিরাজগঞ্জ। এর আগে হাফেজ আবু রাহাত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২০ পিএইচপি কোরআনের আলোয় প্রথম স্থান অধিকার করে।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102