শনিবার, ১০ জুন ২০২৩, ০৬:২৮ অপরাহ্ন

গরমে টক দইয়ের শরবত

মাহমুদা ইয়াসমিন
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৩ বার পাঠিত
গরমে টক দইয়ের শরবত

লাইফস্টাইল ডেস্কঃ এখন বেশ গরম। তাই বাসায় বসে খুব সহজে তৈরি করতে পারেন টক দইয়ের শরবত। চলুন  জেনে নিই কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করতে হবে এই শরবত।

উপকরণঃ 

টক দই – ৫ কাপ, পুদিনা পাতা – ৭/৮ টি, কাঁচামরিচ কুচি , ঠাণ্ডা পানি – পরিমাণ মতো, চিনি – ২ টেবিল চামচ, বরফ কুচি প্রয়োজনমতো এবং লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালিঃ 

প্রথমে একটি ব্লেন্ডারে টক দই,  ঠাণ্ডা পানি, বরফ কুচি, পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি, চিনি ও লবণ একসঙ্গে নিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। এবার গ্লাসে ঢেলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে। পরিবেশনের আগে গ্লাসের ওপর সামান্য বরফ কুচি ছড়িয়ে দিতে হবে। ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল  ঠাণ্ডা ঠাণ্ডা টক দইয়ের শরবত।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102