শনিবার, ১০ জুন ২০২৩, ০৫:১৬ অপরাহ্ন

চলতি বছরের ১৬ ডিসেম্বর আগারগাঁও-উত্তরা রুটে চলবে মেট্রোরেল

মোঃ মোস্তাফিজুর রহমান
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৭ বার পাঠিত
চলতি বছরের ১৬ ডিসেম্বর আগারগাঁও-উত্তরা রুটে চলবে মেট্রোরেল

সিএনবিডি ডেস্কঃ রাজধানী ঢাকায় স্বপ্নের যোগাযোগ ব্যবস্থা মেট্রোরেল বাস্তবরুপে চলতি বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা রুটে চলবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা নগরীর উত্তরা দিয়া বাড়ী মেট্রোরেল ডিপো পরিদর্শনকালে পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত অংশের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। এ পথে স্টেশন রয়েছে ৯টি। ১১ দশমিক চার কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান। এ রুটে চলতি বছরে মহান বিজয় দিবসে এমআরটি-৬ নামের মেট্রোরেল চলবে।

তিনি আরো বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন বর্ষ ২০২১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এবং এমআরটি-৬ নামের মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক ২৯ কিলোমিটার অংশ পর্যন্ত চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এ লক্ষ্যে এগিয়ে চলেছে প্রকল্পের কাজ। আমাদের দেশীয় ও বিদেশি এক্সপার্টরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। করোনার মধ্যেও সবাই কাজ করে যাচ্ছেন। মেট্রোরেল প্রকল্পটি বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এম এ এন সিদ্দিক বলেন, স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদযাপন বর্ষের ২০২১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশে প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের  লক্ষ্য নিয়ে দ্রুত এগিয়ে নেয়া হচ্ছে প্রকল্পের কাজ। তবে দেশ বৈশ্বিক মহামারি করোনা সংকটের মুখোমুখি না হলে কাজের অগ্রগতি অনেকাংশে বৃদ্ধি পেত।

 

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102