শনিবার, ১০ জুন ২০২৩, ০৫:৪৪ অপরাহ্ন

জানাযা নামাজে লাঞ্ছিতের ঘটনায় রাণীশংকৈলে জাপা নেতার সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৩১ বার পাঠিত
জানাযা নামাজে লাঞ্ছিতের ঘটনায় রাণীশংকৈলে জাপা নেতার সংবাদ সম্মেলন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জানাযা নামাজ শেষে মানুষ মাটি দিতে গিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য, জেলা জাতীয় হকার্স পার্টির আহবায়ক ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম গত রবিবার ৫ মার্চ রাউতনগরের ব্যবসায়ী জাফর আলী ও তার লোকজনের হাতে লাঞ্ছিত হয়েছেন। প্রেক্ষিতে তিনি সোমবার ৬ মার্চ সন্ধ্যায় পৌরশহরের সিমলা ইন্টারন্যাশনাল (লিঃ)অফিসে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন।

এতে রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি হুমায়ুন কবির, সাবেক সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, সহ-সম্পাদক রফিকুল ইসলাম সুজন,সদস্য মাহবুব আলমসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাথে ঘটনার সাক্ষী ও অন্যতম অভিযোগকারি মহিলা কলেজের শরীর চর্চা শিক্ষক মঈনউদ্দীন বিশ্বাসও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম তার লিখিত বক্তব্যে গত ৫ মার্চ রাউতনগরের মঈনউদ্দীন বিশ্বাসের মায়ের জানাজা অনুষ্ঠানে একই এলাকার ব্যবসায়ী জাফর আলী ও তার ছেলেদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনার বর্ণনা দেন। সিরাজুল অভিযোগ করেন তাকে বিনাকারণে উদ্দেশ্যমূলকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

তিনি গণমাধ্যমে প্রচারপূর্বক এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। সিরাজুলের অভিযোগ সমর্থন করে মঈনউদ্দীনও তার মায়ের যানাজায় মারধরের ঘটনার প্রতিবাদ ও বিচার দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102