আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের মিয়াগি প্রদেশে ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার দিবাগত রাতে ভূমিকম্পে সেখানকার উপকূলে ১ মিটার উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়ে। এরপর জাপানে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
দেশটির টেলিভিশন চ্যানেল এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের পরপরই ৩.২ ফুট উঁচু সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে উপকূলে। যদিও তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি সংশ্লিষ্টরা। তবে ২০০’র বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানা গেছে। এছাড়া রাজধানী টোকিওতেও এই কম্পন অনুভূত হয়েছে। স্যাপোরোর মার্কিন কনস্যুলেট ওই অঞ্চলের লোকদের উঁচু স্থানের সন্ধান করতে বলেছে।
宮城県で震度5強 地震発生時の仙台市内の様子https://t.co/sZXfjGJgy2#nhk_video pic.twitter.com/Lio2rqAg1P
— NHKニュース (@nhk_news) March 20, 2021
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে যে, স্থানীয় সময় শনিবার ভোর ৬টা ৯মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। তার ৩ ঘণ্টা পরই মিয়াগি অঞ্চলের ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উপকূল প্রশান্ত মহাসাগরের পানিতে তলিয়ে যায়।
উল্লেখ্য, ১০ বছর আগে ২০১১ সালের ১১ মার্চ বিধ্বংসী ভূমিকম্পে তছনছ হয়ে যায় জাপান। সেবার রিখটার স্কেলে কম্পনের মাত্র ছিল ৯। তা ছাড়া গতমাসেও ভূমিকম্পের কবলে পড়ে জাপান। সূত্র : ডয়চে ভেলে।