তিমির বনিক, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ সড়কের পিছের মুখ নামক এলাকার সড়কে একদল যুবক প্রাইভেট কার দাঁড় করিয়ে টিকটক ভিডিও বানাচ্ছেন। শ্রীমঙ্গল কমলগঞ্জের সড়ক পাহাড়ি এলাকা এবং সড়ক পথ আঁকাবাকা হঠাৎ এসময় রাবার বোঝাই একটি কার্গো ভ্যান কোন দিকবিদিক না পেয়ে সড়কের পাশের খাদে পরে যায়।খাঁদে পড়ে যাওয়া কার্ভাড ভ্যানটি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শিবলী কার্গো সার্ভিসের। দূর্ঘটনায় পরা চালকের দাবী রাস্তায় টিকটিক ভিডিও বানানোর কাজে কয়েকজন যুবক রাস্তার বাকে একটি প্রাইভেট কার নিয়ে দাঁড়িয়ে এবং এদিক ওদিক ছুটাছুটি করে থাকার কারণে এই দুর্ঘটনাটি হয়েছে। গেল মঙ্গলবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের পিছের মুখ এলাকায় এই ঘটনাটি ঘটে।

কার্গো ভ্যানের চালক মোঃ হাসান বলেন, লংলা চা বাগান থেকে রাবার বোঝাই কার্গো ভ্যানটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম। যাওয়ার পথে রাস্তার একটি ঝুঁকিপূর্ণ বাক পের হতেই সামনে দেখলাম কয়েকজন টিকটকার একটি প্রাইভেট কার দাঁড় করিয়ে ভিডিও প্রস্তুত করছে। এসময় রাস্তার অন্যপাশ দিয়ে অন্য একটি গাড়ি চলে আসলে কোন দিকবিদিক না পেয়ে রাস্তার পাশের খাদে কার্ভাড ভ্যানটি নিয়ে যেতে হয়। কেউ আহত না হলেও কাভার্ড ভ্যানটির সামনের অংশ রাস্তার পাশের খাদে পড়ে আটকা পড়ে। পরে শ্রীমঙ্গল মেরিগোল্ড ফিলিং স্টেশন থেকে রেকার এনে উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত ) হুমায়ুন কবির বলেন, রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে ভিডিও বানানোর কাজ করা যাবে না। আমরা ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠিয়েছি। কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে এবং যে বা যারা এই রকমের সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এমন দূর্ঘটনার মোখোমুখি দাঁড় করিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *