সিএনবিডি ডেস্কঃ বিদ্যুৎ লাইনের সংযোগ দিতে গিয়ে রংপুরের গঙ্গাচড়ায় ঘটনাস্থলেই এক যুবকের করুন মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৫ মার্চ) সকালে উপজেলার কোলকোন্দ ইউপির কামারপাড়া চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউপির খলিফাবাজার চৌদ্দমাথা এলাকার টেক্কা মিয়ার ছেলে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পল্লীবিদ্যুৎ সমিতি-১ (গঙ্গাচড়া) এর এজিএম প্রমদ কুমার দে জানান, ওই এলাকায় বিদ্যুতের নতুন সংযোগ স্থাপনের কাজ পায় মেসার্স নাহার কন্সট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইনম্যান তৌহিদুল ইসলাম সোমবার সকালে বিদ্যুতের পোলে উঠে কাজ করার সময় পল্লী বিদ্যুতের সুভারভাইজার ফজলু মিয়া লাইন চালু করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই লাইনম্যান। সুপারভাইজার ফজলু মিয়ার দায়িত্বে অবহেলার কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, নিহত হবার পরেও লাশ তারে ঝুলে ছিল দুইঘণ্টার মতো। আর দুইঘণ্টা পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *