পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এসময় মসজিদটিতে জোহরের নামাজ চলছিল। ঘটনাস্থলে উদ্ধারকারীরা কাজ করছেন। আহতদের অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, আহতদের অনেকে এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মসজিদের ভেতরে এখনও পুলিশ, সেনাবাহিনী ও বোমা নিষ্ক্রীয়করণ দলের সদস্যরা কাজ করছেন।