সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৯:২৯ পূর্বাহ্ন

পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে চিনির নতুন দাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৮ বার পাঠিত
পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে চিনির নতুন দাম

দেশের বাজারে চলমান চিনির সংকটের মধ্যেই চিনির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ)। খুচরা পর্যায়ে কেজিতে ৫ টাকা বেড়েছে খোলা ও কেজিতে ৪ টাকা বেড়েছে প্যাকেটজাত চিনির দাম। আগামী পয়লা  ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন দাম।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসআরএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর বৃদ্ধি, ডলার বিনিময় হার বৃদ্ধি এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় এনে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাক্রমে আগামী ১ ফেব্রুয়ারি থেকে চিনির এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি খোলা চিনির দাম ৫ টাকা বাড়িয়ে ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ৪ টাকা বাড়িয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী পয়লা (১লা) ফেব্রুয়ারি থেকে নতুন দামে বিক্রি হবে চিনি।

উল্লেখ্য, এর আগে গত ২০২২ সালের ১৭ নভেম্বর প্রতি কেজি খোলা চিনির মূল্য ১০২ টাকা এবং প্যাকেটজাত চিনির মূল্য ১০৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। 

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102