মৃতের পারিবারিক সুত্র জানায়, গত রোববার (২২ জানুয়ারি) ভাত রান্না করার সময় অসাবধানতা বশত চুলার আগুন শাড়ীর আঁচলে লেগে ওই নারীর পুরো শরীর পুড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে তার মৃত্যু হয়। রাতেই তার লাশ রংপুর কোতোয়ালী থানার হেফাজতে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে ঘটনার সত্যতা যাচাইয়ে ফুলবাড়ী থানা পুলিশের তদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, এ ব্যাপারে রংপুর কোতয়ালি থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।