ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে। গেল শুক্রবার সকাল ৭টার দিকে বালারহাট-ফুলবাড়ী সড়কের হাসপাতাল মোড় এলাকায় লালমনিরহাট গামী একটি অটোবাইকে তল্লাশী চালিয়ে হাজরা খাতুন (৩৫)এর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ।
এর কিছুক্ষন পরে একই জায়গায় রাশেদুল ইসলাম (৩৭) এর মোটর সাইকেলের সিটের নিচ থেকে আরও ১ কেজি গাঁজা উদ্ধার করেন তারা। পরে ওই দুই মাদক কারবারীকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।
আটককৃত হাজরা খাতুন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের জরু মন্ডলের স্ত্রী এবং রাশেদুল ইসলাম একই গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার জানান, আটক দুই মাদক কারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।