পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মালগ্রাম ডাবতলায় পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন সন্ত্রাসী নাহিদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। কারা কেন হত্যা করেছে তা জানা যায়নি।