শনিবার, ১০ জুন ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন

বিশ্বে দূষিত শহরের তালিকায় রাজাধানী ঢাকা ৪র্থ

মোঃ মোস্তাফিজুর রহমান
  • আপডেট টাইম: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫ বার পাঠিত
বিশ্বে দূষিত শহরের তালিকায় রাজাধানী ঢাকা ৪র্থ

সিএনবিডি ডেস্কঃ বিশ্বে দূষিত শহরের তালিকায় ৪র্থ অবস্থানে রয়েছে রাজাধানী ঢাকা। আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ১৬০। সেই হিসেবে ঢাকাকে ৪র্থ অবস্থানে রাখা হয়েছে।

এর আগে, শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালেও একিউআই স্কোর ১০১ নিয়ে ঢাকা ১০তম স্থানে ছিল।

একিউআই তথ্যমতে, ১৮০ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষ রয়েছে পাকিস্তানের লাহোর। দেশটির আরকেটি শহর করাচি ১৬৯ স্কোর নিয়ে ২য় অবস্থানে রয়েছে। ১৬১ স্কোর নিয়ে ৩য় অবস্থানে চীনের উহান।

প্রসঙ্গত, বায়ুর মান ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে সেটিকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয় এবং ৩০১ থেকে ৪০০ থাকলে তা ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

উল্লেখ্য, গত ২০১৯ সালের পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102