স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত মেইডেন সেঞ্চুরিতে ৪৩০ রান সংগ্রহ করে প্রথম ইনিংস সমাপ্ত করে বাংলাদেশ।
অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ টেস্ট ক্যারিয়ারে এই প্রথম সেঞ্চুরির দেখা পান। তার অনবদ্য ১০৩ রানের কল্যাণে প্রথম ইনিংসে ৪৩০ রান করেছে টাইগাররা। ১৬৮ বল খরচ করে ১৩টি চারে এই ইনিংস সাজান মিরাজ।
এর আগে ২০১৮ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষ অপরাজিত ৬৮ রান করেছিলেন এই তরুণ ব্যাটসম্যান।
এদিকে, দ্বিতীয় দিনের শুরুতেই লিটন দাসের উইকেট তুলে নিয়ে তাকে সাজঘরে ফেরান বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান। এর পরই মাঠে নামেন মেহেদী হাসান মিরাজ। তাঁর সঙ্গে ছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার নিজের ২৫তম অর্ধশতক তুলে নেন। বড় সংগ্রহ গড়ার আভাস দিয়েও ৬৮ রান করে সাজঘরে ফিরে যান।
সাকিব ফিরলেও মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। ১৫০.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৩০ রান করে স্বাগতিকরা।
অবশ্য এদিন মিরাজকে যোগ্য সাহায়তা দেন তাইজুল ইসলাম (১৮) ও নাঈম হাসান (২৪)। আর লিটন দাস ৩৮ রান করেন ৬৭ বল খেলে।
এর আগে গতকাল বুধবার প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল পাঁচ উইকেটে ২৪২ রান। প্রথম দিনে দলের পক্ষে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন ওপেনার সাদমান ইসলাম। উদ্বোধনীতে নেমে করেছেন দারুণ একটি হাফসেঞ্চুরি। সাজঘরে ফেরার আগে ১৫৪ বলে ৫৯ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছয়টি চারের মার ছিল।
ওয়েস্ট ইন্ডিজের পেসার জোমেল ওয়ারিকান ৪৮ ওভার বল করে ১৩৩ রান দিয়ে চার উইকেট নেন।
এই রিপোর্ট লিখা পর্যন্ত আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ হয়েছে ২৫ ওভার ১ বলে ৬৩ রান ২ উইকেটের বিনিময়ে।