মেক্সিকোর নিরাপত্তা সচিবালয়ের একটি প্রতিবেদনে জানানো হয়, দেশটির জাকাতেকাস রাজ্যে গত শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকালের মধ্যে এ ঘটনা ঘটে। সেসময় ভারী অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি দুটি গাড়িতে করে বারে প্রবেশ করে এলোমেলো ভাবে গুলি চালাতে থাকে।
এসময় ঘটনাস্থলেই ছয়জন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জন মারা যায়। বন্দুকের গুলিতে আহত আরও পাঁচজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসারত আছে।
স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, নিহতদের মধ্যে ক্লাবের কর্মচারী, সঙ্গীতশিল্পী এবং গ্রাহকরা অন্তর্ভুক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাবের মেঝে রক্তে ভেসে যাওয়ায় লোকজন সেসময় আতঙ্কিত হয়ে পড়ে।