সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অর্ধশত মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০ বার পাঠিত
মৌলভীবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অর্ধশত মাদক কারবারি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে মদ, গাঁজা, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এসব ঘটনায় জেলার বিভিন্ন থানায় ৩০টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন থানায় এসব মামলার বিপরীতে মোট ৫০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

জানুয়ারি মাসের শেষে দিকে ৭ দিনে জেলার ৭ থানায় নিয়মিত মামলায় ৫০ জন আসামি গ্রেপ্তারের পাশাপাশি মোট ২৮৩ টি পরোয়ানাভুক্ত নিষ্পত্তি হয়েছে। বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে মোট ৫৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫৩০ লিটার চোলাই মদ এবং ৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থনায় সর্বাধিক ১১টি, শ্রীমঙ্গল ও কুলাউড়া থানায় ৬টি করে, কমলগঞ্জ থানায় ৪টি, জুড়ী থানায় ২টি এবং রাজনগর থানায় ১টি মামলা দায়ের করা হয়।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। গত মাসের শেষ ৭ দিনে পুরো জেলায় মোট ৩ শতাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে আমরা ৫০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জেলাবাসীকে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102