তিমির বণিক, মৌলভীবাজারঃ করোনার দ্বিতীয় ধাপে মৌলভীবাজারে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে দুই দিনে পরীক্ষায় ১৮ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

মঙ্গলবার ২৪ মার্চ দূপুরে মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, দুই দিনে ৫৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে ১৮ জনের করোনা পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালে ১৪ জন, শ্রীমঙ্গলে ২ জন, কমলগঞ্জে ১জন ও কুলাউড়ায় ১ জন। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। তার বাড়ি মৌলভীবাজার পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের শেখেরগাঁও এলাকায়।

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ শত ৮৪। সুস্থ রোগীর সংখ্যা ১৯শত ১২। এবং মৃতের সংখ্যা ২৩।

সিভিল সার্জন জানান, মৃত ব্যক্তি আগে থেকেই করোনা সন্দেহে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসা নিতে ভর্তি ছিলেন। তার নমুনা পাঠানোর পর পরীক্ষার ফলাফল আসার আগেই তার মৃত্যু হয়। এই রিপোর্টটি শাহজালালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *