শনিবার, ১০ জুন ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন

যশোরে এসিড পুশ করে স্বামীকে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৩১ বার পাঠিত
যশোরে এসিড পুশ করে স্বামীকে হত্যা

জহিরুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধিঃ যশোর জেলার সদর উপজেলায় পরকীয়ার সম্পর্কের জের ধরে স্বামীকে হত্যা করেছে এক নারী। ঘুমের ওষুধ খাইয়ে ও অ্যাসিড পুশ করে স্বামীকে হত্যা করেন তিনি। পুলিশ শেফালি বেগম নামে ওই নারীকে আটক করেছে। নিহত জহির হাসান (৩৮) যশোর শহরের হুশতলার মৃত হোসেন আলীর ছেলে। পুলিশ শেফালি বেগমকে (৩৩) আটক করেছে।

যশোর কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত ভিন্ন কৌশলে স্বামীকে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন ঐ নারী। বেসরকারি হাসপাতাল মাতৃসেবার আয়া শেফালির সাথে শহরের শংকরপুরের রবিউল সরদার নামে এক যুবকের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া লেগেই থাকতো, আগের দিন  সোমবারও স্বামী জহিরের সাথে কথা কাটাকাটি হয়। পরদিন দুপুরে প্রথমে স্বামীর খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেন তিনি। ওষুধের প্রভাবে ঘুমিয়ে পড়ার পর ওই দিন সন্ধ্যার দিকে ভিজিয়ে রাখা মোবাইল ফোনের ব্যাটারি থেকে নিসৃত অ্যাসিড সিরিঞ্জের মাধ্যমে তার তার বাম হাতের শিরায় পুশ করে শেফালি। এ অবস্থায় তার মৃত্যু হয়।

কিন্তু রাতে শেফালি জহির হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তার পরিবারকে জানান। জহিরের ছোট ভাই ফেরদৌস রাত দেড়টার দিকে তাকে নিয়ে যশোর জেনারেল হাসপাতালে আসেন। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় আলামত হিসেবে পুলিশ একটি ভাঙ্গা মোবাইল, মোবাইলের ব্যাটারীর অংশ বিশেষ, ইনজেকশন সিরিঞ্জ ২টি, জি-ডায়াজিপাম ৫ মিলিগ্রাম ঔষধ, আসামীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে।

ও সি আরও জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জহিরের স্ত্রীর পরকীয়া ও এ নিয়ে দাম্পত্য কলহের কথা জেনে শেফালিকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বামীকে হত্যার কথা স্বীকার করেন এবং ঘটনার বর্ণনা দেন।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102