শনিবার, ১০ জুন ২০২৩, ০৫:০৯ অপরাহ্ন

রমজানে ‍পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ

মাহমুদা ইয়াসমিন
  • আপডেট টাইম: সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৪ বার পাঠিত
রমজানে ‍পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ

অর্থ ও বাণিজ্য ডেস্কঃ পবিত্র রমজান মাসে দাম নিয়ন্ত্রণ রাখতে একসঙ্গে পুরো মাসের বাজার না করতে ক্রেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহম্মদ শাহরিয়ার।

রাজধানীর কারওয়ান বাজারে বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অনুরোধ জানান।

ভোক্তাদের উদ্দেশে মনজুর মোহাম্মদ বলেন, রোজা সামনে রেখে একসঙ্গে পুরো মাসের বাজার করবেন না। এটা আপনাদের প্রতি অনুরোধ। কেননা হঠাৎ বেশি পণ্য কিনলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়। এ সময় অসাধু ব্যবসায়ীরা ফায়দা লুটার চেষ্টা করে। আপনারা ১০ দিনের বা এক সপ্তাহের বাজার করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক বলেন, আপনারা দেখে-শুনে, বুঝে পণ্য কিনুন। রমজান উপলক্ষে সরকারের বিভিন্ন সংস্থা বাজার নিয়ন্ত্রণে কাজ করছে। দেশব্যাপী রমজানকেন্দ্রীক পণ্যের মূল্য ও সরবরাহ ঠিক আছে কি না, তা যাচাই করছি আমরা। সেই ধারাবাহিকতায় আজ পণ্যের মূল্য তদারকি করা হয়েছে। এ সময় ছোলা ও চালের দাম কমেছে বলে জনিয়েছেন ব্যবসায়ীরা। অন্যান্য পণ্যের দামও বাড়েনি বলে জানিয়েছেন তারা।

ব্যবসায়ীদের অনুরোধ জানিয়ে মনজুর মোহাম্মদ বলেন, সবার প্রতি অনুরোধ, নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন। আমরা যদি কোনো রকম অনিয়ম পাই, তাহলে বাজারের ব্যবসায়ী সমিতিকে ধরা হবে। কারণ, ব্যবসায়ী সমিতিগুলোর দায়বদ্ধতা রয়েছে।

তিনি বলেন, সরবরাহের কোনো ঘাটতি নেই আমাদের। কেউ মূল্যে কারসাজি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করব আমরা।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান আব্দুল জব্বার মণ্ডলসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102