রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুরে প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্যোগে করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য সচেতনতায় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০ টার উপজেলার বিভিন্ন স্থানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষদেরও মাস্ক পড়িয়ে দেওয়া হয়।  এ সময় প্রত্যাশা সামাজিক সংগঠনের সহ সভাপতি মোখলেছুর রহমান, মোঃ আকতার হোসেন, মোঃ আমজাদ হোসেন, মোঃ শাহাদাত হোসেন, মোঃ ওমর ফারুক, মোঃ সুমন মিয়া  সহ উক্ত সংগঠনের আরো অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উক্ত সংগঠনের সহ সভাপতি মোখলেছুর রহমান বলেন,সচেতনতাই পারে করোনাভাইরাসকে রুখে দিতে। আর এ কাজে এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে।

প্রত্যাশা সামাজিক সংগঠনের মুখপাত্র সাকিব আল হাসান রুবেল জানায়, ভাল কাজে সবার পাশে প্রত্যাশা সামজিক সংগঠনের এ ধারা অব্যাহত থাকবে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *