এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগকারী সাব্বির আহমেদ স্বাধীন বলেন, আমি জেলা ছাত্র লীগের সদস্য আছি।তারপরে আমি উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী ছিলাম কিন্তু গতকাল ফেসবুকে দেখলাম আমাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আমি আমার এই পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য আবেদন লেখেছি খুব দ্রুতই তা জমা দিবো।
এ বিষয়ে জেলা ছাত্র লীগের সভাপতি আহসান হাবীব খোকার নিকট জানতে চাইলে তিনি জানান,আমাদের কাছে কোন পদত্যাগ পত্র জমা দেন নাই। দিলে বিষয়টি দেখবো।
উল্লেখ্যঃ রায়গঞ্জে বিএনপির সাথে সম্পৃক্তদের নিয়ে ছাত্র লীগের কমিটি গঠনের পায়তারার অভিযোগে সোমবার সকাল সাড়ে ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন ধানগড়া ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিম সরকার।
সম্মেলনে ছাত্রলীগের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী আ’লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আবুল কালাম আজাদ, ফয়সাল আহম্মেদ ফরহাদ, সাব্বীর আহম্মেদ স্বাধীন, রাসেদ রায়হান জয় ও উপজেলা, ইউনিয়ন, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।