রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে অগ্নিকান্ডে ভস্মিভুত হয়েছে জেমি পরিবহন নামে একটি বাস গাড়ি।

গতকাল বুধবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা থানা মোড়ের পশ্চিম পাশে বাসষ্ট্যান্ডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শিরা জানায়, জেমি পরিবহনটি বাসটি প্রায় ১৫/২০ দিন থেকে ওই বাসষ্ট্যান্ডে পড়ে রয়েছে। বিকালের দিকে হঠাৎ করে ওই বাস থেকে আগুনের ধুয়া বের হতে দেখে পথচারিরা। পরে রৌমারী (কর্তিমারী) ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে তারা আগুন নিয়ন্ত্রনে আনলেও বাসটির বেশির ভাগ অংশ পুড়ে  যায়।

এ বিষয়ে জেমি পরিবহনের মালিক ও রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু বলেন, জেমি পরিবহন বাসটি আমার নামেই কাগজপত্র করা। তবে জিয়াউর রহমান জিয়ার কাছে চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছে। সে আমাকে মাসিক ১৫ হাজার টাকা দিবে ও গাড়ির কিস্তি পরিশোধ করিবে।

কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার জনাব মাইন উদ্দিন জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমারা পৌছি এবং কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে অগ্নিকান্ডের সুত্রপাত সমন্ধে জানা যায়নি।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনও অগ্নিকান্ডের সুত্রপাত খুঁজে পাওয়া যায়নি তবে তদন্ত চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *