সাম্প্রতিক সময়ে র্যাব-৯ এর আভিযানিক ও গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে পরিলক্ষিত হয় যে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার-আল-ইসলাম”এর লিফলেট বিতরণ সহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে। তারা সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে দেশের সার্বভৌমত্বের পরিপন্থি উগ্রপন্থী মতামত লিফলেট আকারে প্রকাশ এবং তা বিতরণ করা সহ তাদের জঙ্গীবাদের মতাদর্শ গোপনে প্রচার করে আসছে। তারা ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে যুব সমাজকে জঙ্গীবাদের দিকে অগ্রসর করানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এছাড়াও তারা নিজেদের সংগঠনকে আর্থিক ভাবে শক্তিশালী করার লক্ষ্যে নিয়মিত চাঁদা সংগ্রহ করে যাচ্ছে। এই সকল ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাব-৯ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।