লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রবাসীদের সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় গরীব ও রোগীদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। গত শুক্রবার লোহাগাড়ার পদুয়াস্থ  ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ফোজুল আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব নেতা জহেদুল ইসলাম তালুকদার, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (১) আলী আক্কাস, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদুয়ার ইউ.পি সদস্য কাউছার উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতার হোসেন, যুবনেতা আদেল চৌধুরী, যুবনেতা সোহেল চৌধুরী, মোঃএরশাদ, জহিরুল হক, ফরমানুল হক, সংগঠনের আমিরাবাদ ইউনিয়ন প্রতিনিধি তরুণ সমাজসেবক ইয়াছিনুল হক ছোটনসহ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নের গরীব ও অসহায় ১১ জন  মানুষকে মোট ৫০৫০০ টাকা প্রদান করেন। সংগঠনের নেতারা জানান এই মানবিক সহায়তা সবসময় অব্যাহত থাকবে। পরে লোহাগাড়া ও বৈদেশিক ৮ টি সংগঠনটি ইউনিটের কমিটি ঘোষণা করা হয় এবং সাংবাদিকদের সাথে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য  ও কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *