তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা পরিষদের (মহিলা) ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।

মিতালী দত্ত জানান, বুধবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি এসে পৌঁছায়। যেহেতু প্যানেল চেয়ারম্যান নিজ দায়িত্ব থেকে নিজ ইচ্ছায় পদত্যাগ করেন। সেহেতু বুধবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ওনার দায়িত্ব সম্পন্ন করতে সরকারি নির্দেশনা অনুযায়ী পালনে ইউএনও  ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সরকার নির্দেশিত চিঠি পাওয়ার পর মূহুর্তে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার বুঝিয়ে দেন। বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বুধবার প্রথম কার্যদিবস সম্পন্ন করেন।

তিনি তার দায়িত্ব চলাকালীন সময়ের জন্য সকলের কাছে দোয়া আশীর্বাদ কামনাসহ উপজেলা বাসীর সহযোগিতা কামনা করেন। আগামী ৭ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ- নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব মৃত্যু বরণ করেন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী এ আসনটিকে শূন্য ঘোষণা করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *