শনিবার, ১০ জুন ২০২৩, ০৬:০৩ অপরাহ্ন

সুইডেনের পর এবার ডেনমার্কে পোড়ানো হলো পবিত্র আল-কোরআন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৫৪ বার পাঠিত
সুইডেনের পর এবার ডেনমার্কে পোড়ানো হলো পবিত্র আল-কোরআন
image copyright: reuters

সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্র ডানপন্থীদের পবিত্র কোরআন পোড়ানোর পর এবার ডেনমার্কে পোড়ানো হলো পবিত্র আল-কোরআন। স্থানীয় সময় শুক্রবার (২৭ জানুয়ারি) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন মসজিদের কাছে এবং দেশটিতে তুরস্কের দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে।

আল-কোরআন পোড়ানোর ঘটনায় যুক্ত ‌রাসমুস পালুদান নামে ওই ব্যক্তি সুইডেন ও ডেনমার্কের যৌথ নাগরিক। গত ২১ জানুয়ারি সুইডেনেও কোরআন পোড়ান তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, রমজান মাসে বিভিন্ন স্থানে কোরআন পোড়ানোর ঘোষণা দিয়েছিলেন পালুদান। গত বছর তার এমন ঘোষণার পর সুইডেনজুড়ে দাঙ্গা শুরু হয়েছিল। এবার সেই ঘোষণা মোতাবেক সুইডেনে ও ডেনমার্কে এ কাণ্ড ঘটালেন তিনি। এ ছাড়া পালুদান নামে ওই ব্যক্তি অঙ্গীকার করেছেন সুইডেন যতদিন ন্যাটোতে যোগ দেওয়ার অনুমতি না পাবে ততদিন প্রতি শুক্রবার কোরআন পুড়িয়ে বিক্ষোভ করা হবে।

এদিকে, শুক্রবার এই ঘটনার পর ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব কঠোর ভাষায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাসমুস পালুদানকে ‘ইসলামবিদ্বেষী মূর্খ’ উল্লেখ করে এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডকে উৎসাহিত করার অর্থ হলো ইউরোপের শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে আঘাত করা এবং বর্ণবাদ ও মুসলিম বিদ্বেষকে উস্কে দেওয়া।

উল্লেখ্য, সুইডেন ও ফিনল্যান্ড পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চায়। কিন্তু ন্যাটোতে যোগ দিতে হলে জোটের সবার অনুমোদন প্রয়োজন। তুরস্ক সেই অনুমোদন দিচ্ছে না।

সূত্র : আলজাজিরা। 

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102