বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৫:৩৯ অপরাহ্ন

হাসপাতালে ভর্তি জুনায়েদ বাবুনগরী

আরাফাত আহমেদ রনি
  • আপডেট টাইম: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৩০৫ বার পাঠিত

শনিবার (৩০ জানুয়ারি) রাতে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ এ নেতাকে। চিকিৎসকদের ধারণা, পায়ে পানি জমার কারণে অসুস্থ হয়ে পড়েছেন আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার এই সহকারী পরিচালক।
ডাক্তারদের বরাত দিয়ে হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকী রোববার গণমাধ্যমকে বলেন, ‘গত শুক্রবার ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছিলেন বাবুনগরী। তখন থেকেই অসুস্থ বোধ করছিলেন। এর আগে বুধবারেও হালকা জ্বর এসেছিল। তবে সেটি ভালো হয়ে যায়। শনিবার বেশি অসুস্থ বোধ করলে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। এখন হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তবে আগের থেকে একটু সুস্থ বোধ করছেন।’

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102