মো.নাছির উদ্দিন-হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায়  তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে  একই গ্রামের  ফয়সাল (২৫) নামের পিকআপ চালক এক লম্পটের  বিরুদ্ধে।

শুক্রবার সকাল ১০ টার দিকে  নির্যাতিত নারী ফয়সালকে একমাত্র আসামী করে হোমনা থানায় একটি  অভিযোগ দায়ের করেছেন। ফয়সাল  উপজেলার নিলখী ইউনিয়নের অযোদ্ধানগর গ্রামের মো.গিয়াস উদ্দিন ওরফে গেসু মিয়ার ছেলে।

নির্যাতিতা নারী  জানান, আমার প্রতিবেশী মো. গেসু মিয়ার ছেলে ফয়সাল (২৫) দীর্ঘদিন ধরে আমাকে কু প্রস্তাব দিয়ে আসছিলো। আমার স্বামী বাড়িতে না থাকলে প্রায়ই সে উত্তোক্ত করতো, এ নিয়ে একাধিক বার সালিশ ও দরবার হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর  শুক্রবার আমার স্বামী বাড়ি না থাকার সুযোগে রাত ১টার দিকে ফয়সাল দরজার খিল কেটে ঘরে ঢুকে প্রথমে আমাকে কিল ঘুষি মারে। পরে মুখ চেপেে ধরে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে আমার এবং আমার সন্তানের শোরগোল চিৎকারে আশে পাশের লোকজন এসে ফয়সালকে হাতে নাতে ধরে ফেলে এবং তার বিচার করার জন্য রাস্তার পাশে দোকানের সামনে নিয়ে গেলে সেখান থেকে সে পালিয়ে যায়।

দুইদিন পর আমার স্বামী বাড়ি এসে ঘটনা শুনে ধর্ষকের বিচার না চেয়ে আমাকে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেয় এবং মামলা করতে মানা করে। পরে গতকাল শুক্রবার আমার মাকে সঙ্গে নিয়ে  থানায় অভিযোগ দায়ের করি। অভিযোগ পেয়ে ওসি স্যার গ্রামে গিয়ে সমস্ত তথ্য সঠিক পেয়েছে।

হোমনা থানা ওসি মোঃ আবুল কায়েস আকন্দ বলেন, ভিকটিমের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরকিয়া সম্পর্কের কারনে এ ঘটনা ঘটেছে বলে গ্রামবাসি জানিয়েছেন। মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে কুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *