আজ বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে একযোগে ৪ ঘণ্টার এ কর্মসূচি পালন করবে বিএনপি এবং সমমনা ৫৩ রাজনৈতিক দল ও সংগঠন। এরমধ্যে রাজধানীর ৭ স্থানে গণঅবস্থান করবে দলগুলো।
সড়ক অবরোধ ও জনদুর্ভোগ সৃষ্টি না করার শর্তে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে গণ–অবস্থান কর্মসূচির অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এদিকে, ঢাকার গণ-অবস্থান কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক ব্যবস্থা নিয়েছে। রাজধানীতে প্রবেশমুখে গতকাল মঙ্গলবার পুলিশের তল্লাশিচৌকি ছিল। বিরোধীদের এই কর্মসূচিকে ঘিরে আজ ক্ষমতাসীন আওয়ামী লীগও রাজধানীতে ‘সতর্ক পাহারায়’ থাকবে বলে জানিয়েছে দলটি।