তিমির বনিক,মৌলভীবাজারঃ হবিগঞ্জের মাধবপুর থেকে ২৮ কেজি গাঁজা ও ৫২ বোতল ফেন্সিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এসময় মাদক বিক্রির ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দুজন হলো- মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তর লামুয়া গ্রামের মো. বাহার মিয়ার ছেলে মো. জালাল মিয়া (৩২) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজোড়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে মো. জাকির হোসেন।

রোববার (৭ মার্চ) দুপুরে র‌্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) সংশ্লিষ্টরা এ তথ্য জানান।

এর আগে শনিবার (৬ মার্চ) রাত ৯ টায় পৃথক অভিযানে মাধবপুরের ৭ নং জগদীশপুর ইউপির মুক্তিযোদ্ধা চত্বরের সামনে থেকে ২৮ কেজি গাঁজা এবং মাধবপুরে পানসী রেস্টুরেন্টের সামনে থেকে ৫২ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ১১ হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে, মাদকসহ আটকের ঘটনায় র‍্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামতসহ আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *