সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন

আজ দেশব্যাপী সমাবেশ করছে বিএনপি

মোঃ মোস্তাফিজুর রহমান
  • আপডেট টাইম: বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২৩ বার পাঠিত
আজ দেশব্যাপী সমাবেশ করছে বিএনপি

আজ বুধবার (২৫ জানুয়ারি) গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবিতে দেশব্যাপী সমাবেশ করবে বিএনপি।

জানা যায়, আজ দুপুর ২টায় রাজধানী নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও বেগম সেলিমা রহমান।

এছাড়া কেন্দ্রীয় এ কর্মসূচির আওতায় প্রতিটি বিভাগে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতারা। গত ১৬ ডিসেম্বর গণ মিছিল থেকে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন।

বরিশালে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়; চট্টগ্রাম থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী; রাজশাহী থাকবেন স্থায়ী কমিটির ইকবাল হাসান মাহমুদ টুকু; গাজীপুর থাকবেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু; কুমিল্লায় থাকবেন ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান; সিলেটে থাকবেন ভাইস চেয়ারম্যান ডা. এ. জেড. এম জাহিদ হোসেন।

ময়মনসিংহে থাকবেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু; রংপুরে থাকবেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, খুলনায় থাকবেন ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী; নারায়ণগঞ্জে থাকবেন যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং ফরিদপুরে থাকবেন যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

একই দাবিতে বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। বিকেল ৩টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে সমাবেশ করবে ১২ দলীয় জোট। বেলা ২টায় কাওরানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিস সামনে সমাবেশ করবে এলডিপি। বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে সমমনা জাতীয়তাবাদী জোট।

এছাড়া বেলা ১১টায় মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক ঐক্য।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102