শনিবার, ১০ জুন ২০২৩, ০৪:৫৯ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৩

মাহমুদা ইয়াসমিন
  • আপডেট টাইম: শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৪৫ বার পাঠিত
ইন্দোনেশিয়ায় জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২৬

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ মার্চ) রাতে দেশটির জাকার্তা শহরে এ ঘটনা ঘটে।

আলজাজিরার তথ্যমতে, বজ্রপাতের কারণে একটি পাইপলাইন ফেটে গেলে আগুন ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়লে অনেক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইন্দোনেশিয়ার জ্বালানি চাহিদার প্রায় ২৫ শতাংশ এই ডিপো থেকে আসত। যদিও কর্তৃপক্ষ বলছে, তেলের সরবরাহে কোনো সমস্যা হবে না।

দেশটির সরকার অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার নির্দেশ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102