শনিবার, ১০ জুন ২০২৩, ০৫:৫২ অপরাহ্ন

ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে

মোঃ মোস্তাফিজুর রহমান
  • আপডেট টাইম: বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৮ বার পাঠিত
ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে

এবার ২০২৩ সালে ওডিআই বা ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু হতে পারে ৫-৬ অক্টোবর। এক মাসের বেশি সময় ধরে চলা টুর্নামেন্টের ফাইনালের সম্ভাব্য তারিখ ১৯ নভেম্বর। ফাইনাল হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো দিয়েছে এমন খবর। তারা জানায় ১০ দলকে নিয়ে ৫০ ওভারের শ্রেষ্ঠত্বের আসর ৪৬ দিন ব্যাপী চলবে ভারতের ১২ শহরে। খেলা হবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গৌহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ, ইন্দোর, রাজকোট ও মুম্বাইতে।

সুত্রে জানা গেছে, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স অস্ট্রেলিয়া। আর বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় দল প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ হবে চেন্নাইয়ে। ১৫ অক্টোবর হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচও হওয়ার কথা আমেদাবাদে।

এদিকে সম্ভবত কলকাতায় বিশ্বকাপের কোনও ম্যাচ খেলবে না পাকিস্তান। আমেদাবাদ ছাড়াও চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে বিশ্বকাপের ম্যাচগুলি খেলবে পাকিস্তান। বেশি ম্যাচ হবে চেন্নাইয়ে। পিসিবি যেমন এই শহরকে নিরাপদ মনে করছে, তেমনই বিসিসিআই-ও চাইছে চেন্নাইয়ে পাকিস্তানের অধিকাংশ ম্যাচ হোক।

অন্যদিকে আইপিএল শেষ হলেই ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশ করা হতে পারে। আয়োজক হিসেবে বিসিসিআই-এর মতামতকে গুরুত্ব দিচ্ছে আইসিসি। ফলে বিসিসিআই কর্তারা বিশ্বকাপের দিনক্ষণ ও কেন্দ্র ঠিক করবেন। এশিয়া কাপ নিয়ে জটিলতা থাকলেও, বিশ্বকাপে দল পাঠাচ্ছে পাকিস্তান। তবে বিসিসিআই ভারত-পাকিস্তান ম্যাচ আমেদাবাদে আয়োজন করতে চাইলেও, আপত্তি জানিয়েছে পিসিবি। তবে বিসিসিআই যদি ম্যাচ সরাতে সম্মত না হয়, তাহলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই খেলতে হবে পাকিস্তানকে।

আর আমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ছাড়াও বিশ্বকাপের ম্যাচ হবে কলকাতা, দিল্লি, ইন্দোর, ধর্মশালা, গৌহাটি, রাজকোট ও মুম্বাইয়ে। মোহালি ও নাগপুরে সম্ভবত বিশ্বকাপের কোনও ম্যাচই দেওয়া হবে না। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের একটি সেমি ফাইনাল হতে পারে।

ওডিআই বিশ্বকাপে প্রতিটি দলই লিগ পর্যায়ে ৯টি করে ম্যাচ খেলবে। ফলে যে স্টেডিয়ামগুলিতে বিশ্বকাপ হবে, প্রতিটি স্টেডিয়ামেই ভারতীয় দল একটি করে ম্যাচ খেলতে পারে। ১০টি দল মোট ৪৮টি ম্যাচ খেলবে।

এছাড়া আয়োজক দেশ ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। বাকি ২ দল ঠিক হবে জুন-জুলাইয়ে যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102