মো আমিন আহমেদ, সিলেটঃ বিকল হয়ে পড়েছে ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর মেশিন। ফলে করোনাভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষাও বন্ধ। এতে চরম বিপাকে পড়েছেন বিদেশযাত্রীরা।

জানা গেছে, সিলেট বিভাগের মধ্যে করোনাভাইরাসের পরীক্ষা প্রথম শুরু হয় ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে। কিন্তু শুক্রবার থেকে এ ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হচ্ছে না। যেসব নমুনা আসছে, তা পাঠানো হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি বলেন,ওসমানীর মেশিনটির পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। আজ ঢাকা থেকে টেকনিশিয়ানদের আসার কথা। তারা এলে দ্রুত সমস্যা সমাধান করে পুনরায় পরীক্ষা শুরু করা হবে।’

প্রবাসী অধ্যুষিত সিলেটের বিদেশযাত্রীদের নমুনা পরীক্ষার জন্য এ বিভাগের একমাত্র নির্ধারিত ল্যাব ওসমানী মেডিকেল কলেজ।
মেশিনটি বিকল হয়ে পড়ায় যারা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন বা নমুনা দিয়েছেন, তারা সবচেয়ে বিপাকে।

মেশিনটি ঠিক না হওয়া পর্যন্ত বিদেশগামীদের ঢাকায় পরীক্ষা করাতে হবে। যাদের কাছ থেকে রেজিস্ট্রেশন বাবদ টাকা নেয়া হয়েছে, তাদের তা ফিরিয়ে দেয়া হবে।

এ প্রসঙ্গে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, ‘বিদেশ যাত্রীদের এখন ঢাকায় পরীক্ষা করাতে হবে। ওসমানীর ল্যাব আবার চালু হলে এখানেই সবার পরীক্ষা করানো হবে!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *