শনিবার, ১০ জুন ২০২৩, ০৪:১৩ অপরাহ্ন

কম্পিউটার-এর স্পিড বাড়াতে বারবার Refresh, ভুল না সঠিক?

মোঃ মোস্তাফিজুর রহমান
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৩১ বার পাঠিত
কম্পিউটার-এর স্পিড বাড়াতে বারবার Refresh, ভুল না সঠিক?

বর্তমানে কম্পিউটারের সাথে আমাদের সবারই কম বেশী পরিচয় আছে। তবে কম্পিটার চালাতে গিয়ে বেশিরভাগ মানুষ মনে করেন, কম্পিউটার চালু করার পর হোম স্ক্রিন রিফ্রেশ (refresh) করলে বা F5 বোতাম টিপলে জাদুর মতো কম্পিউটার দ্রুত কাজ করতে শুরু করে। এছাড়া কিছু মানুষ মনে করেন, এটি সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি করে।

তবে আপনি জেনে অবাক হবেন, হোম স্ক্রিনে রিফ্রেশ অপশনে ক্লিক করলে এরকম কিছুই হয় না। তাহলে এখন আপনার মনে প্রশ্ন জাগবে, আসলে কী উদ্দেশ্যে এই রিফ্রেশ করা হয়? আসলে ডেস্কটপ অর্থাৎ হোম স্ক্রিন নিজেই একটি ফোল্ডার। এক্ষেত্রে আপনি যখন সেটি রিফ্রেশ করেন তখন সেটি সর্বশেষ তথ্য সহ ফোল্ডার দেখায়।

উদাহরণ হিসেবে বলতে গেলে, আপনি হোম স্ক্রিন-এর একাধিক ফোল্ডারগুলি অ্যালফাবেটিক অর্ডার-এ রিনেম (rename) করুন। এর পর সেটি পর পর না দেখালে একবার রিফ্রেশ করলেই সেগুলো পর পর দেখাবে। একইভাবে আপনি যদি কোনও একটি ফোল্ডারে কিছু পরিবর্তন করে থাকেন বা একটি শর্টকাট তৈরি করে থাকেন, কিন্তু, সেটি না দেখায় তা হলে আপনি রিফ্রেশ করলেই হোম স্ক্রিনে সেটা দেখাবে।

এই হল হোম স্ক্রিন রিফ্রেশ (refresh) করার ফল। এছাড়া এটি কখনই কম্পিটারের গতি বৃদ্ধির কোন কাজ করে না। 

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102