মঙ্গলবার (৯ মে) উপজেলার সিরাজনগর মাদ্রাসা ও সিরাজনগর এলাকাবাসীর উদ্যোগে হাইল হাওরের পাশে এ নামাজের আয়োজন করা হয়। নামাজের ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ।
নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে মুসল্লিদের নিয়ে বিশেষ দোয়া করা হয়। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের তথ্যমতে শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।