শনিবার, ১০ জুন ২০২৩, ০৫:২১ অপরাহ্ন

নেত্রকোণায় কৃষকের পাকা ধান কেটে দিলো সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৫ বার পাঠিত
নেত্রকোণায় কৃষকের পাকা ধান কেটে দিলো সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে উৎসব মুখর পরিবেশে নেত্রকোণার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের বুড়াখালী গ্রামে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মোর্শেদ জাস্টিসের নেতৃত্বে  কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

ধান কাটা উৎসব উপলক্ষে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ সারোয়ার মোর্শেদ  জাস্টিস বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ দেশরত্ন শেখ হাসিনা অত্যন্ত কৃষি ও কৃষকবান্ধব। কৃষকের প্রতি রয়েছে তাঁর পরম দরদ ও মমতা। তিনি চান কৃষিকাজ করে কৃষক লাভবান হোক, কৃষকের জীবনমানের উন্নয়ন হোক, কৃষক উন্নত সমৃদ্ধ জীবন পাক। কৃষকরাই অর্থনীতির প্রাণশক্তি। তাই তিনি কৃষিকে লাভজনক ও আধুনিক করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।’

কৃষি উৎপাদন অব্যাহত রাখতে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও কৃচ্ছতা নীতির মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষিক্ষেত্রে বিশাল পরিমাণ ভর্তুকি দিয়েছেন।  এটি সারা বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম আজাদ বকুলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রাকিবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিল্টন কান্তি কর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মুখলেছুর রহমান, সহ-সভাপতি এসএম তৌফিক রিমন, পৌর আওয়ামী লীগের সদস্য এসএম ইকবাল শামীম,জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিব ইবনে হান্নার রিদম, স্বেচ্ছাসেবক লীগের সহ জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক আরেফিন কায়ছার শুভ, সেচ্ছাসেবকলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন, মোঃ রুবেল সহ স্থানীয় কৃষকলীগের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102