মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইতোমধ্যে যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে। তাঁর এই উন্নয়ন অগ্রযাত্রার ফলেই আগামীর বাংলাদেশ হবে একটি সুখী-সমৃদ্ধ-উন্নত স্মার্ট বাংলাদেশ। শেখ হাসিনা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে তিনি অঙ্গীকার করেছেন বাংলাদেশকে তিনি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করবেন। এই মুহূর্তে জননেত্রী শেখ হাসিনাই সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তাঁর সমকক্ষ কেউ নেই।”
আজ দুপুরে নেত্রকোণা পূর্বধলা উপজেলার সরিসতলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহমেদ হোসেন এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া খানম পারভিন মনি সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।