শনিবার, ১০ জুন ২০২৩, ০৬:০১ অপরাহ্ন

পৃথিবীর দিকে ধেয়ে আসছে একসঙ্গে পাঁচটি গ্রহাণু

মোঃ মোস্তাফিজুর রহমান
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৩২ বার পাঠিত
পৃথিবীর দিকে ধেয়ে আসছে একসঙ্গে পাঁচটি গ্রহাণু
ছবি-ইন্টারনেট থেকে সংগৃহীত।

পৃথিবীর দিকে একসঙ্গে পাঁচটি গ্রহাণু ধেয়ে আসছে বলে সতর্ক করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই পাঁচটি গ্রহাণুই আমাদের পৃথিবীর খুব কাছে আসবে, তাদের মধ্যে দুটো আজ পৃথিবীর নিকটতম অবস্থানে থাকবে বলে নাসা সূত্রের খবর।

নাসা জানিয়েছে, যে পাঁচটি গ্রহাণু পৃথিবীর দিকে আসছে, তাদের মধ্যে সবচেয়ে বড় আকারের গ্রহাণুটির আয়তন প্রায় ১৫০ ফুট। ওই গ্রহাণুটি পৃথিবীর খুব কাছে চলে এলে সমস্যা হতে পারে। বাকি গ্রহাণুগুলো আকারে ছোট।

গ্রহাণুগুলোর নামকরণ করেছে নাসা। প্রথম গ্রহাণুটি ৪৫ ফুটের, যেটি সোমবারই পৃথিবীর পাশ দিয়ে চলে গেছে। এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে ২০২৩ এফইউ৬। এর পর পৃথিবীর দিকে এসেছে ৮২ ফুটের একটি গ্রহাণু। সেটিও সোমবারই পৃথিবীর পাশ দিয়ে চলে যাওয়ার কথা। দ্বিতীয় গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ২০২৩ এফএস১১। তৃতীয় গ্রহাণু ২০২৩ এফএ৭-এর আয়তন ৯২ ফুট। এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে মঙ্গলবার। চতুর্থ গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি আসবে বুধবার। এই গ্রহাণুটি আকারে একটি বাড়ির সমান, আয়তন প্রায় ৬৫ ফুট।

এদিকে নাসার নজরে রয়েছে পঞ্চম এবং শেষ গ্রহাণুটি। তার নাম দেওয়া হয়েছে ২০২৩ এফজ়েড৩। গ্রহাণুগুলোর মধ্যে সবচেয়ে বড় এটিই, আয়তন প্রায় ১৫০ ফুট। এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে বৃহস্পতিবার।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে ঘণ্টায় ৬৭ হাজার ৬৫৬ কিলোমিটার বেগে। ৬ তারিখ পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর সবচেয়ে কম দূরত্ব হওয়ার কথা ৪১ লাখ ৯০ হাজার কিলোমিটার। মহাশূন্যের বিচারে এই দূরত্ব অনেকটাই কম। তবে নাসার বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন, ১৫০ ফুটের এই গ্রহাণুর দ্বারা আপাতত পৃথিবীর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। গ্রহাণুটির গতিবিধির দিকে নজর রাখা হচ্ছে। সুত্রঃ নিউজ১৮ বাংলা।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102