শনিবার, ১০ জুন ২০২৩, ০৫:১৫ অপরাহ্ন

বিতর্কে জড়িয়ে শাস্তি পেলেন বিরাট কোহলি

মাহমুদা ইয়াসমিন
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৭ বার পাঠিত
বিতর্কে জড়িয়ে শাস্তি পেলেন কোহলি

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে একের পর এক বিতর্কে জড়াচ্ছে ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলির নাম। প্রায় প্রতিটি ম্যাচেই কম-বেশি আলোচনার জন্ম দিচ্ছেন ডানহাতি এই ব্যাটার। স্লো-ওভার রেটের কারণে মোটা অঙ্কের জরিমানাও গুনেছেন তিনি। এদিন তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ অর্থাৎ ২৪ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৩১ লাখ) জরিমানা করা হয়। এরও আগে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়।

তবে এখানেই শেষ নয়। এবার নয়া বিতর্কে জড়িয়েছেন বিরাট। সাবেক সতীর্থ গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আবারও জরিমানার মুখে পড়েছেন এই ব্যাটার।

গতকাল সোমবার (১ মে) লখনৌর একানা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রানের মামুলি সংগ্রহ দাঁড় করায় আরসিবি। এরপর বোলিংয়ে নেমেই একের পর এক আগ্রাসী আচরণের জন্ম দিতে থাকেন বিরাট। ম্যাচ চলাকালেই আফগানিস্তানের ক্রিকেটার নবীন-উল-হকের সঙ্গে কিছুটা ঝামেলায় জড়ান তিনি। ম্যাচ শেষেও এর রেশ চলতে থাকে। ম্যাচ শেষে এই দুজনকে হাত মেলাতে দেখা যায়। এমনকি এ সময় তাদেরকে কথা বলতেও দেখা যায়। এরপর নবীন বিরাটের হাত ছেড়ে দিলে তাদের সরিয়ে নেন মাঠে থাকা অন্য খেলোয়াড়রা।

এরপর লখনৌর কাইল মায়ার্সের সঙ্গে কথা বলতে থাকেন বিরাট। মাঠে হাঁটতে-হাঁটতেই কথা বলছিলেন তারা। এ সময় সেখানে এসে মায়ার্সকে সরিয়ে নেন গম্ভীর। এমনকি লখনৌর মেন্টরকে কিছু একটা বলতে দেখা যায়। কিন্তু তিনি বিরাটকে উদ্দেশ করে বলছিলেন কি না, তা অস্পষ্ট ছিল। এই সময়ে তাদের মধ্যে কোনো ঝামেলাও লক্ষ্য করা যায়নি। বিরাট যেদিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সেই দিকেই চলে যান। আর উল্টোদিকে চলে যায় লখনৌ শিবির। এরপরই শুরু হয় মূল ঝামেলা।

দেখা যায়, আচমকাই ফিরে তাকান গম্ভীর। তাকে কিছু বলা হয়েছে ভেবে তিনিও উত্তেজিত হয়ে কিছু বলতে থাকেন। এমনকি বিরাটের দিকে তেড়ে যান গম্ভীর। বিরাটও তার দিকে তেড়ে আসেন। তারা উত্তেজিত হয়ে কথা বললেও কি বলছিলেন, তা বোঝা যায়নি। পরে দুই দলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা তাদের শান্ত করেন।

আর আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের দায়ে কোহলি, গম্ভীর ও নবীন-উল-হককে জরিমানা করা হয়েছে। কোহলিকে ম্যাচ ফি’র শতভাগ এবং গম্ভীর ও নবীনকে ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। জরিমানার বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিসিআই।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102