বরখাস্ত হওয়া জেনারেল জুলিও সিজার ডি আররুদা গত ৩০ ডিসেম্বর সেনাপ্রধানের দায়িত্বে এসেছিলেন। সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে।
কয়েক দিন আগে ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে সাবেক প্রেসিডেন্ট বলসোনারোপন্থীদের হামলার প্রেক্ষাপটে ব্রাজিলের সুপ্রিম কোর্ট তদন্ত শুরু করে।
তদন্তে সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোকেও অন্তর্ভুক্ত করা হয়। সুপ্রিম কোর্টের প্রসিকিউটররা বলছেন সাবেক প্রেসিডেন্ট গত বছরের রাষ্ট্রপতি নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একটি ভিডিও পোস্ট করায় দাঙ্গা সংঘটিত হয়ে থাকতে পারে।
রাজধানীর দাঙ্গাকারীদের বাঁধা না দেওয়ায় সামরিক বাহিনীর ভুমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর জের ধরে গত এক সপ্তাহে কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।