বেনাপোল পৌর্টথানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বালুন্ডা গ্রাম থেকে তন্বী মন্ডল (১৫) এস এস সি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনার পর ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু জনিত মামলা হয়েছে। কেন কি কারণে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।