শনিবার, ১০ জুন ২০২৩, ০৪:৩৩ অপরাহ্ন

শার্শায় অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শনিবার, ৬ মে, ২০২৩
  • ২০ বার পাঠিত
শার্শায় অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

জহিরুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে তন্বী মন্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী। সে বালুন্ডা গ্রামের শ্রীরাম মন্ডলের কন্যা। গত বুধবার (৩ মে) রাত্রে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের জেলে পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত্রে পড়ার সময় মোবাইল ব্যবহার করছিলো সে জন্য তার মা শ্রীমতি বিলাসী রানী তাকে বকাবকি করে। এতে সে মায়ের ওপর অভিমান করে আত্নহত্যা করে।
তন্বী মন্ডলের মা ভোরে ঘুম থেকে উঠে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ঘরের মধ্যে ফ্যানের সাথে মেয়েকে ঝুলতে দেখেন। এরপর পরিবারের লোকজন সহ প্রতিবেশিদের সহোযোগিতায় লাশ নিচে নামায়।

বেনাপোল পৌর্টথানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বালুন্ডা গ্রাম থেকে তন্বী মন্ডল (১৫) এস এস সি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনার পর ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু জনিত মামলা হয়েছে। কেন কি কারণে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102