শনিবার, ১০ জুন ২০২৩, ০৫:০১ অপরাহ্ন

সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পাচ্ছে আজ

মাহমুদা ইয়াসমিন
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৬ বার পাঠিত
সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পাচ্ছে আজ

স্পোর্টস ডেস্কঃ সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের পোষ্টারবয় বলা হয়। ক্রিকেট মাঠ, বিজ্ঞাপনের শুটিং, কিংবা কোনো শো রুম উদ্বোধন সব জায়গায় তার সরব উপস্থিতি দেখা যায়। এবার টাইগার অলরাউন্ডারের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’ মুক্তি পেতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’ মুক্তি পেতে যাচ্ছে। অবশ্য গতকালই ভক্তদের সঙ্গে এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

এটি মূলত একটি মোবাইল কোম্পানির জন্য তৈরীকৃত স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র। সম্প্রতি সাকিবের কাছে কাছে জানতে চাওয়া হয়েছিল, ক্রিকেটের বাইরে এত সব কিভাবে করেন, সাকিবের জবাব ছিল, ‘যে পারে সে সবই পারে’। এমনটা যে শুধু মুখে না কাজে করেন, আরও একবার তার প্রমাণ দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এর আগে গত মাসে আয়ারল্যান্ড সিরিজের মাঝপথেই চট্টগ্রামের সিআরবিতে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং করেছিলেন সাকিব। সব কাজ শেষে এখন শুধু মুক্তির অপেক্ষা। এতে সাকিব ছাড়াও অভিনয় করেছে প্রান্তর দস্তিদারসহ আরও বেশ কয়েকজন গুনী অভিনেতা।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102