শনিবার, ১০ জুন ২০২৩, ০৪:১৮ অপরাহ্ন

১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২৭ তরুণ-তরুণী

মোঃ মোস্তাফিজুর রহমান
  • আপডেট টাইম: বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩৫ বার পাঠিত
১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২৭ তরুণ-তরুণী

১২০ টাকায় পুলিশের চাকরি পেয়েছেন নড়াইলের ২৭ জন তরুণ-তরুণী। ‘চাকরি নয় সেবা’ শ্লোগানে স্মার্ট পুলিশ তৈরি করতে মেধাবী ও যোগ্য প্রার্থী বাছাই করে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

গতকাল বুধবার (২২ মার্চ) সকালে নড়াইল জেলা পুলিশ লাইনস ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার সাদিরা খাতুন।

পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, মাত্র ১২০ টাকা খরচ করে স্বপ্ন পূরণ হলো নড়াইলের ২৭ তরুণ-তরুণীর। কোনোরকম ঘুষ-তদবির ছাড়াই মেধা ও যোগ্যতার মূল্যায়নে পুলিশে চাকরি হয়েছে তাদের। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভিশন-২০৪১ বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশের উপযোগী করে স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণের প্রত্যয়ে বিদ্যমান কনস্টেবল পদে নিয়োগ পদ্ধতির আধুনিকায়ন করেছে বাংলাদেশ পুলিশ। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই নির্বাচিত করা হয়েছে। যে সকল প্রার্থী প্রতিটি পরীক্ষায় নিজ নিজ যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে শুধুমাত্র তারাই নিয়োগযোগ্য হিসেবে মনোনীত হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, এস এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) প্রত্যুষ কুমার মজুমদার, সদর থানার ওসি ওবাইদুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102