শনিবার, ১০ জুন ২০২৩, ০৬:২৬ অপরাহ্ন

৭৯ বছর বয়সে বাবা হলেন মার্কিন অভিনেতা

মাহমুদা ইয়াসমিন
  • আপডেট টাইম: বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩৩ বার পাঠিত
৭৯ বছর বয়সে বাবা হলেন মার্কিন অভিনেতা

 বিনোদন ডেস্কঃ অস্কার জয়ী মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো। এতো বছর ধরে অভিনয়ের মাধ্যমে চমকে দিলেও সম্প্রতি তার ভক্তদের চমকে দিয়েছেন বাস্তবে। রবার্ট ডি নিরোর পরবর্তী সিনেমা ‘অ্যাবাউট মাই ফাদার’। সিনেমাটির প্রচারের অংশ হিসেবে কানাডিয়ান গণমাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

এ সময় সঞ্চালক তাকে প্রশ্ন করেছিলেন, ‘আমি জানি আপনার ৬ সন্তান।’ এ বক্তব্য সংশোধন করে দিয়ে রবার্ট ডি নিরো বলেন, ‘আমার সন্তান সাতজন। সম্প্রতি আমাদের আরেকটি সন্তান হয়েছে।’

যদিও সপ্তম সন্তানের মা কে তা জানাননি। তবে তার বর্তমান প্রেমিকা টিফানি চেন কিছুদিন আগে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, সপ্তম সন্তানের মা টিফানি।

রবার্ট ডি নিরোর প্রথম স্ত্রী ডায়ান অ্যাবোটের সংসারে ড্রেনা নামে এক কন্যাসন্তান রয়েছে, যার বয়স ৫১ বছর। অন্যদিকে পুত্র রাফায়েলের বয়স ৪৬ বছর। ১৯৯৫ সালে রবার্ট ডি নিরোর বান্ধবী মডেল-অভিনেত্রী টুকি স্মিথ যমজ পুত্রসন্তান জুলিয়ান এবং অ্যারনের (২৭) জন্ম দেন।

প্রসঙ্গত, পুত্র এলিয়ট (২৪), কন্যা হেলেন গ্রেস (১১) নামে আরও দুই সন্তান রয়েছে। এদের মা রবার্ট ডি নিরোর প্রাক্তন স্ত্রী গ্রেস হাইটাওয়ার।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102